• বুধবার, ৯ এপ্রিল ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১ | ১১ জ্বিলকদ ১৪৪৬

জাতীয়

বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ নভেম্বর, ২০২০

দেশে করোনাভাইরাসের সংক্রমনের দ্বিতীয় ঢেউ রোধে বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান-এই প্রতিপাদ্য নিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার সকালে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের আয়োজন করা হয়।

আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

তিনি জানান, জাতির পিতার আদর্শ নিয়ে দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে সরকার। এসময় চাকরির পেছনো না ছুটে উচ্চ শিক্ষা নিয়ে যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন সরকারপ্রধান। ফ্রিল্যান্সারদের স্বীকৃতির ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

দেশে করোনাভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ রোধে বিদেশ ফেরতদের আবারো কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেন শেখ হাসিনা। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানের কথা জানিয়ে যুব সমাজকে এসব থেকে বিরত থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads