বিদেশে যেতে পারেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ

সংগৃহীত ছবি

রাজনীতি

বিদেশে যেতে পারেন এরশাদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩ ডিসেম্বর, ২০১৮

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন বলে জানিয়েছেন দলটির নতুন মহাসচিব পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।

আজ সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ব্রিফিংয়ে সাংবাদিকেরা এরশাদের শারীরিক অবস্থা জানতে চাইলে রাঙ্গা বলেন, ‘চেয়ারম্যানের অবস্থা ভালো । গতকাল রাতেও তার সঙ্গে ছিলাম। তার বাসায় গিয়ে দেড় ঘণ্টা কথা বলেছি। আজ সকালে নাশতা করেছি। চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যেতে পারেন। চিকিৎসক তাকে দেখেছেন। তাঁর রক্তে হিমোগ্লোবিনের সমস্যা আছে। হিমোগ্লোবিন কমে গেলে তিনি দুর্বল হয়ে যান।’

তবে এরশাদের বিদেশ যাওয়ার দিন-ক্ষণ সম্পর্কে কিছু জানাননি তিনি।

গত ২৭ নভেম্বর হিমোগ্লোবিন কমে যাওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করা হয়। দলের পক্ষ থেকে বলা হয়, ২ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমে বলেন, ‘হুসাইন মুহম্মদ এরশাদের ৯০/৯২ বছর বয়স হয়েছে। রাজনীতিকভাবে নয়, সত্যিকারের অর্থেই তিনি অসুস্থ। এ নিয়ে ট্রোল (হাসাহাসি) করার কিছু নেই।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads