বিশ্বায়নের যুগে বহুজাতিক কোম্পানির চাকরিতে একাধিক ভাষায় পারদর্শীদের কদর আকাশচুম্বী। শিক্ষাবৃত্তি নিয়ে বাইরে পড়তে গেলেও জানতে হবে সে দেশের ভাষা। একাধিক ভাষা জানা ব্যবধান গড়ে দেয় যোগ্যতায়। দোভাষীর চাহিদাও বাড়ছে দিন দিন। কোনো ভাষা জানা থাকলে তার অনুবাদের দরজা তো খোলা আছেই। এসব দিক বিবেচনা করে যারা ভিনদেশি ভাষা শিখতে চান, তারা জেনে নিন কোথায় শেখা যাবে কী ভাষা।
কী কী ভাষা শেখা যায় : বাংলাদেশে যে ভাষাগুলো শেখার ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করেছে সেগুলো হলো- ফরাসি, জার্মান, জাপানি, আরবি, রুশ, ফারসি, ইংরেজি, কোরিয়ান, চীনা, স্প্যানিশ, তুর্কি, পর্তুগিজ, ইতালিয়ান, উর্দু ও হিন্দি।
কোথায় শেখা যাবে :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে জনপ্রিয় সব ভাষাই শেখা যায়। স্বল্প মেয়াদি ও দীর্ঘ মেয়াদি দুই ধরনের কোর্সই চালু আছে। কোর্স করতে চাইলে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাসের যোগ্যতা লাগবে। জুনিয়র কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয় মে-জুনে। এ ছাড়া রয়েছে বছরের যেকোনো সময় বিভিন্ন স্বল্প মেয়াদি কোর্সে ভর্তির সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোর্স ফি ১ হাজার ৩০০ টাকা। তবে অন্যদের জন্য কোর্স ফি তিন-চার হাজার টাকা। স্বল্প মেয়াদি কোর্সের জন্য লাগবে প্রায় পাঁচ হাজার টাকা। যোগাযোগ-
আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন- +৮৮০২৯৬৬১৯০০-বর্ধিত ৮৫২০/৮৫২১/৮৫৩০
ব্রিটিশ কাউন্সিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল এখন পর্যন্ত ইংরেজি ভাষা শেখার জন্য সেরা প্রতিষ্ঠান। যুক্তরাজ্য থেকে পরিচালিত এই প্রতিষ্ঠানে সব বয়সী মানুষের ইংরেজি ভাষা শেখার সুযোগ আছে।
প্রধান কার্যালয় : ৫, ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন- +৮৮০৯৬৬৬৭৭৩৩৭৭
শাখা : ধানমন্ডি টিচিং সেন্টার, ৭৫৪ বি, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। ফোন : +৮৮০৯৬৬৬৭৭৩৩৭৭
উত্তরা টিচিং সেন্টার (ইন্টারন্যাশনাল তার্কিশ হোপ স্কুল), গেট-২, প্লট-৭, রোড-৬, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা। ফোন : +৮৮০৯৬৬৬৭৭৩৩৭৭
চট্টগ্রাম টিচিং সেন্টার, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, জামাল খান, চট্টগ্রাম। ফোন : +৮৮০৩১২৫৩০০১৫২১
সিলেট টিচিং সেন্টার, সিলেট। ফোন : +৮৮০১৭৩০৩৩৪০২৩
জাপান স্টাডিজ সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত জাপান স্টাডিজ সেন্টারে দুই বছর মেয়াদি ডিপ্লোমা করানো হয়।
জাপান স্টাডিজ সেন্টার, নিচতলা, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আলিয়ঁস ফ্রঁসেস :
ফরাসি ভাষা শেখার ক্ষেত্রে আলিয়ঁস ফ্রঁসেস অন্যতম। ফরাসি দূতাবাস এটি পরিচালনা করে। কোর্সের মেয়াদ এক বছর। তবে কোর্সের মেয়াদ, ক্লাস এবং সময় বাড়ানো যায়।
ঢাকা-
ধানমন্ডি শাখা : ২৬ মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা। ফোন- +৮৮০১৬৭৮০৮৬৪৪২
গুলশান শাখা : হাউস ৮, রোড ৭, গুলশান ১, ঢাকা। ফোন- +৮৮০১৭১৪০৯৯২৯২
উত্তরা শাখা : প্লট ১৫, ঈশা খাঁ অ্যাভিনিউ, সেক্টর ৬, উত্তরা, ঢাকা। ফোন- +৮৮০১৬৭৮০৩১৪০০
চট্টগ্রাম : ১২৩ কে বি ফজলুল কাদের রোড, পাঁচলাইশ আ/এ, চট্টগ্রাম। ফোন- +৮৮০৩১৬১৫৭৪০
ডি স্প্রাখে :
জার্মান ভাষা শেখার একটি প্রতিষ্ঠান ডি স্প্রাখে। ২০০৭ সালে বেসরকারি উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। জার্মান কালচারাল সেন্টার গ্যাটে ইনস্টিটিউট বাংলাদেশের সহায়তায় প্রথমদিকে এখানে শুধু জার্মান ভাষা শেখানো হতো। গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটিতে জার্মান ভাষা শেখানোর পাশাপাশি জার্মানিতে উচ্চশিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির দিকনির্দেশনা পেয়ে বাংলাদেশের প্রচুর শিক্ষার্থী জার্মানিতে পড়ছে। দিকনির্দেশনা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হলেও জার্মানিতে ভর্তি সংক্রান্ত এবং ভিসা সংক্রান্ত কোনো কাজ প্রতিষ্ঠানটি করে না।
ডি স্প্রাখে, ২১৬ জামালখান রোড, ৫ম তলা, চেরাগি পাহাড়, চট্টগ্রাম। ফোন- +৮৮০১৭১৫২৪১৭২০
গ্যাটে ইনস্টিটিউট :
জার্মান শেখার জন্য জনপ্রিয় ইনস্টিটিউট হলো এই গ্যাটে ইনস্টিটিউট। এটি সরাসরি জার্মান দূতাবাস থেকে পরিচালনা করা হয়।
গ্যাটে ইনস্টিটিউট, হাউস নাম্বার ১০, রোড ৯, ধানমন্ডি, ঢাকা। ফোন- +৮৮০২৯১২৬৫২৫
রুশ ভাষা শেখার জন্য রাশিয়ান কালচারাল সেন্টার, ফারসি শেখার জন্য ইরানিয়ান কালচারাল সেন্টার, হিন্দি শিখতে চাইলে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে যোগাযোগ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ছয় তলায় কনফুসিয়াস ইনস্টিটিউটে উচ্চ মাধ্যমিক পাস যে কেউ চীনা ভাষা শিখতে পারেন।
এ ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটেও স্বল্প খরচে বেশ কয়েকটি ভাষা শেখার সুযোগ আছে।