রাজনীতি

বিতর্কিত মুফতি ইজহারুল ফিরলেন বিএনপি জোটে  

  • আফজাল বারী
  • প্রকাশিত ২৮ জানুয়ারি, ২০১৮

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে আবারো ফিরে এসেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। এই পার্টির নেতৃত্বে রয়েছেন গ্রেনেড হামলাসহ নাশকতা মামলায় জামিনে মুক্ত আসামি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। গতকাল রোববার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ২০ দলীয় জোট ২১ দলীয় জোটে রূপ নিল। এর আগে দলটি চারদলীয় জোটের শরিক ছিল। আগের দিন শনিবার মধ্যরাতে জোটনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মুফতি ইজহারুল।

জোট সূত্রে জানা গেছে, চট্টগ্রামের লালখানে জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসার পরিচালক মুফতি ইজহারুল ইসলামের ২০ দলীয় জোটে ফিরতে ভূমিকা রেখেছেন আরেক শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

বিএনপির অঙ্ক মতে, মুফতি ইজহারুল জোটে শক্তি জোগাবে। কওমি মাদরাসার শিক্ষকদের নেতৃত্ব দেবেন তিনি। ৫ মে, ২০১৩ রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশের ‘অপারেশন সিকিউর শাপলা’-এর বিরুদ্ধে হেফাজতে ইসলামের নায়েবে আমির হিসেবে তিনিই সোচ্চার ছিলেন। কিন্তু বিএনপির হিসেবের সঙ্গে গরমিল হচ্ছে অন্য শরিকদের হিসাব-নিকাশ। তাদের মতে, এই ফিরতি-যোগে লাভের চেয়ে লোকসানের পাল্লাই ভারী হলো। জঙ্গিবাদ তকমার ছাপধারী মুফতি ইজহারুলের যোগদানকে আমেরিকা ও ভারত কীভাবে নেবে তার চিন্তাও করতে হবে বলে মনে করেন জোটের অধিকাংশ শরিক।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads