শোবিজ

বিটিভিতে তানিয়ার ‘নিরাময় কেন্দ্র’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর, ২০১৯

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। এক সময় বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত কাজ করতেন। তবে গেল ১০ বছরে এই অভিনেত্রীকে পাওয়া যায়নি বিটিভির কোনো নাটকে। এক দশক পর আবার তিনি অংশ নিলেন একক নাটকে। নাম ‘নিরাময় কেন্দ্র’।

তানিয়া আহমেদ বলেন, ‘এক সময় নিয়মিত বিটিভিতে কাজ করা হতো। অনেক দিন হয়েছে বিটিভির নাটকে অভিনয় করছি না। কিন্তু ১০ বছর হবে, তা বুঝিনি। হিসাব কষে নিজেই অবাক হয়েছি। প্রায়ই বিটিভি থেকে নাটকের প্রস্তাব পাই। কিন্তু সময়-সুযোগ হয়ে ওঠে না বলে কাজ করা হয় না।’

এদিকে, আগের মতো খুব একটা নাটকে দেখা যায় না তানিয়া আহমেদকে। কিন্তু একটা সময় নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় কেটেছে তার। হঠাৎ নিজেকে গুটিয়ে নেওয়ার পেছনে কোনো কারণ আছে কি না জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘এখনো অসংখ্য কাজের প্রস্তাব পাই। কিন্তু গল্প, চরিত্র পছন্দ হয় না বলে অভিনয় করি না। এক সময় প্রচুর কাজ করেছি। এখন আর সেটা করতে চাই না। কম কাজ করব, কিন্তু মনের মতো কাজ করতে চাই।’

চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে তানিয়া বলেন, ‘চলচ্চিত্রের জায়গাটা অনেক বড়। অনেক কিছুই হিসাব করে করতে হয়। শুধু অভিনয় করলেই চলবে না। অভিনয় করার প্রস্তাব পাই। কিন্তু ব্যাটে-বলে না মেলায় অভিনয় করা হয় না। অভিনয় হচ্ছে দর্শকদের মেসেজ দেওয়া। তারকা হওয়া বড় বিষয় নয়। আমার চরিত্রে যদি দর্শক কোনো মেসেজ না পান, তবে আমি সে চরিত্রে অভিনয় করব না।’

পরিচালনার বিষয়ে তানিয়া বলেন, ‘নির্মাণকাজটি বাইরে থেকে যতটা সহজ মনে হয়, আসলে ততটা সহজ নয়। ভালো কিছু নির্মাণ করতে গেলে অনেক কিছু সামাল দিতে হয়। ভালো গল্প, সে অনুযায়ী অভিনেতা-অভিনেত্রী নির্বাচন। সবকিছু মিলিয়ে আমার জন্য কুলিয়ে ওঠা কঠিন। এরপরও ইচ্ছা আছে, ভালো কিছু করার। আগামী ঈদেও নাটক নির্মাণ করব। সর্বশেষ গত ঈদুল ফিতরে ‘গৃহভৃত্য’ নামে একটি নাটক নির্মাণ করেছিলাম। এর আগে একটি চলচ্চিত্র পরিচালনা করলেও আপাতত নতুন কোনো খবর নেই। তবে একটি প্রজেক্ট নিয়ে ভাবছি। সময় হলে বিস্তারিত জানাব।’

নতুনদের বিষয়ে তানিয়া বলেন, ‘অভিনয় ভালোবেসে এই অঙ্গনে আসতে হবে। এখন দেখা যায়, অনেকেই আসেন, তারকা হন আবার হারিয়েও যাচ্ছেন। অনেকেই শুধু তারকা হতে আসেন। দু-একটি নাটকে অভিনয় করে একটু জনপ্রিয়তা পেয়ে আবার হারিয়ে যান। এই শ্রেণির ছেলেমেয়ে আসলে অভিনয় ভালোবাসেন না। কিন্তু আমরা যে কয়জন অভিনয় শুরু করেছিলাম, এর মধ্যে অনেকেই এখনো অভিনয় করছেন। আমরা অভিনয় ভালোবাসি। কিন্তু যারা নাম কামানোর জন্য আসেন তারা একটু-আধটু নাম করে আবার হারিয়ে যান। তবে কিছু ছেলেমেয়ে আছেন, যারা ভালো অভিনয় করার চেষ্টা করছেন।’

তানিয়া বর্তমানে ব্যস্ত আছেন ‘আম্মা’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের কাজে। এটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। এছাড়াও তার উপস্থাপনায় গাজী টিভিতে প্রচার হচ্ছে গেম শো ‘আজকের অনন্যা’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads