বিজয়নগরে মাদক সহ মা-ছেলে আটক

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

বিজয়নগরে মাদক সহ মা-ছেলে আটক

  • বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মে, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিভিন্ন প্রকার মাদকসহ মা-ছেলেকে আটক করেছে র‍্যাব। গতকাল বুধবার মধ্যরাতে তাদেরকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ বোতল ফেন্সিডিল, ২২ বোতল স্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক‍ৃতরা হলো, উপজেলার চম্পকনগরের পেটুয়াজুরীর মো. কালা মিয়ার স্ত্রী মোছাঃ নারগিছ বেগম (৩৫) ও তার ছেলে মোঃ কবির হোসেন (১৫)। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের পেটুয়াজুরী কালা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও নগদ টাকা সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads