অমিতাভ রেজার নির্দেশনায় প্রথমবারের মতো বিজ্ঞাপনে মডেল হয়েছেন লাক্স সুপারস্টার নাজিফা তুষি। সম্প্রতি সম্পন্ন হয়েছে নাটকটির চিত্রায়ণ। এতে তুষির বিপরীতে অভিনয় করেছেন স্বপ্নজাল ছবির অভিনেতা ইয়াশ রোহান।
তুষি বলেন, ‘এফডিসিতে বিজ্ঞাপনটির চিত্রায়ণ সম্পন্ন করলাম। এ বিজ্ঞাপনে অভিনয় করার মাধ্যমে প্রায় পাঁচ মাস পর বিজ্ঞাপনে কাজ করলাম। এটি ছিল প্যারাসুট অ্যালোভেরার বিজ্ঞাপন।’
বিজ্ঞাপনটিতে বলিউডের একজন হেয়ার স্পেশালিস্ট কাজ করেছেন জানিয়ে তুষি আরো বলেন, ‘প্যারাসুটের সঙ্গে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এই বিজ্ঞাপনটিতে কাজ করার জন্য চুল কালো করতে হয়েছে। অমিতাভ রেজার নির্দেশনায় কাজ করতে পেরে সন্তুষ্ট। কারণ অমিতাভ রেজা আমার পছন্দের নির্মাতাদের মধ্যে একজন। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।’
২০১৪ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন নাজিফা তুষি। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছিল তার। মাঝে মধ্যেই বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা যায় তুষিকে। সর্বশেষ বাংলালিংকের বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি।