বিকল্পধারা বাংলাদেশে যোগ দিয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম সারোয়ার মিলনসহ বেশ কয়েকজন বিএনপি নেতা।
আজ শুক্রবার বিকেলে মধ্যবাড্ডার লিংক রোডে বিকল্পধারার জাতীয় সম্মেলনে দলের চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর (বি.চৌধুরী) হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন তারা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিকল্পধারার প্রেসিডেন্ট বি. চৌধুরী, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে সংসদ ভেঙে দেয়া, ইভিএম ব্যবহার না করাসহ বেশকিছু দাবি তুলে ধরেন।
রাজধানীর দক্ষিণ বাড্ডায় দিনব্যাপী চলা বিকল্প যুবধারার বিশেষ সম্মেলনে বিকেল চারটা নাগাদ যোগ দেন দলের চেয়ারম্যান অধ্যাপক এ কিউএম বদরুদ্দোজা চৌধুরী।এর পরপরই মঞ্চে এসে বিকল্প ধারা বাংলাদেশে যোগ দেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী ও ছাত্রদলের প্রতিষ্ঠতা সভাপতি গোলাম সারোয়ার মিলনসসহ বিএনপির বেশ কয়েকজন নেতা।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সদ্য ২০ দলীয় জোট ত্যাগ করা বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা এবং শুক্রবার ২০ দল ছেড়ে আসা লেবার পার্টির একাংশের মহাসচিব হামদুল্লাহ মেহেদী।
শমসের মবিন চৌধুরী বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের কর্মসংস্থানের নিশ্চয়তা চাই। মানুষ পুড়িয়ে হত্যা করা হোক এই নাশকতা মানুষ দেখতে চাই না।’
পরে বিকল্পধারার সভাপতি তার বক্তব্যে জিয়ার অনুসারীদের বিকল্পধারায় যোগদানের আহ্বান জানান। নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।