বিওএ মহাসচিব পুরস্কৃত

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা

ছবি : সংগৃহীত

খেলা

বিওএ মহাসচিব পুরস্কৃত

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৯ নভেম্বর, ২০১৮

বিদেশের মাটি থেকে এবার দেশের হয়ে সম্মাননা পেলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। কোনো গেমসে অংশ নিয়ে নয়, গেমস আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটি (অ্যানক) অ্যাওয়ার্ড পেয়েছেন বিওএ’র এ শীর্ষ কর্তা। জাপানের টোকিওতে চলমান অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটির ২৩তম সাধারণ সভায় গতকাল সৈয়দ শাহেদ রেজাকে এই সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। এ সময় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস ব্যাচ ও অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ফাহাদ আল সাবাহ উপস্থিত ছিলেন।

তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার লক্ষ্য নিয়ে চলতি বছরের শুরুতেই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল যুব বাংলাদেশ গেমস, যেখানে দেশের প্রতিটি জেলা ক্রীড়া সংস্থা ২১টি ডিসিপ্লিনে অংশ নেয়। এটা ছিল দেশের ক্রীড়াঙ্গনের নতুন এক আয়োজন। সফলভাবে এ আয়োজন সম্পন্ন করে দেশ ও দেশের বাইরে ব্যাপক আলোচনার জন্ম দেয় বিওএ। প্রথম যুব বাংলাদেশ গেমস উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে সাড়া ফেলা এই গেমস আয়োজনে সফলতার স্বীকৃতিস্বরূপ অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটি (অ্যানক) অ্যাওয়ার্ড পেলেন বিওএ মহাসচিব শাহেদ রেজা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads