বিএসসির বহরে যুক্ত হচ্ছে  নতুন ছয় জাহাজ :  নৌমন্ত্রী

বিএসসির লোগো

সংগৃহীত ছবি

পুঁজিবাজার

বিএসসির বহরে যুক্ত হচ্ছে  নতুন ছয় জাহাজ :  নৌমন্ত্রী

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২৪ নভেম্বর, ২০১৮

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) অধীনে পণ্য পরিবহন উপযোগী নতুন ছয়টি জাহাজ কেনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।  আজ  শনিবার বিএসসির ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা জানান ।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শহীদ মোহাম্মদ ফজলুল রহমান মুন্সী মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নৌমন্ত্রী বলেন, চীন সরকারের আর্থিক সহায়তায় বিএসসির জন্য নির্মাণাধীন ৬টি নতুন জাহাজের মধ্যে ২টি বিএসসির বহরে যুক্ত হয়েছে। বাকি জাহাজগুলো ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে যুক্ত হবে। এছাড়াও আরো ৬টি জাহাজ বিএসসি’র বহরে সংযুক্ত হবে।

তিনি জানান, বিএসসির পুরাতন জাহাজবহর দিয়ে বাণিজ্য পরিচালনার মাধ্যমে ২০১৭-১৮  অর্থবছরে আয় করে ১২৬ কোটি ৫২ লাখ টাকা আর ব্যয় করে  ১১৩ কোটি ৭২ লাখ টাকা।

শাজাহান খান বলেন, বর্তমান সরকার বিদ্যুৎখাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রামপাল, মাতারবাড়ি, মহেশখালী, পায়রায় কয়লাভিত্তিক বিদ্যুৎপ্রকল্প স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে।

সভায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ বলেন, ২০১৭-১৮ অর্থবছরে বিএসসি ১২ কোটি ৫২ লাখ টাকা মুনাফা অর্জন করেছে ।

সভায় উপস্থিত ছিলেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোরইয়াহইয়া সৈয়দ, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সাইফুল আলম হামিদী, বিএসসির মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads