বিএনপি ভোটের মাঠে থাকবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংরক্ষিত ছবি

রাজনীতি

সাংবাদিকদের ফখরুল

বিএনপি ভোটের মাঠে থাকবে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৫ ডিসেম্বর, ২০১৮

গ্রেফতার, নির্যাতন ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনের মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্যাতন উপেক্ষা করে আগামী নির্বাচনে অংশ নিতে দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা শেষে দু-এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান বিএনপি মহাসচিব।

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ফখরুল বলেন, আলোচনা চলছে। আপনারা জানেন, আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় আমরা চাই বিএনপি নেত্রী খালেদা জিয়া ও জনগণকে মুক্ত করতে। এই দেশের মানুষ বার বার লড়াই করে তাদের অধিকার ফিরিয়ে এনেছে। এবারো তারা সুনিশ্চিত জয়ী হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের (ইসি) কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ইসি সম্পর্কে কোনো কথাই বলতে ইচ্ছে করে না। ইসি ন্যূনতম আস্থাও হারিয়ে ফেলেছে।

‘বিএনপিতে মনোনয়ন বাণিজ্য চলছে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তিনি তো অনেক কথাই বলেন। এখনো তাদের শরিকদের মধ্যেই এ নিয়ে ঝামেলা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads