বিএনপি আবার ক্ষমতায় এলে দেশে রক্তের বন্য বয়ে যাবে এবং লাশের পাহাড় হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার বেলা ১১টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মোরশেদ আলমের পক্ষে এক নির্বাচনী পথসভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ধানের শীষ এখন মানুষের পেটের বিষ। আর তাদের তিনটি গুণ আছে। সেগুলো হল- সন্ত্রাস, চাঁদাবাজী ও মানুষ খুন।
তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রতিটি ঘরে একজন করে বেকার যুবক ও যুব মহিলাকে চাকরি দেওয়া হবে। প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে।
নোয়াখালী-২ আসনে (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) নৌকা মার্কার প্রার্থী আলহাজ মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পথ সভায় এসময় পথ সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, জেলা কৃষক লীগের উপদেষ্টা জাহাঙ্গীর আলম মানিক, পৌরসভার মেয়র আবু জাফার টিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ দলিলুর রহমান, সাবেক সেক্রেটারী বাহার উল্লাহ বাহার।