বিএনপি ক্ষমতায় এলে দেশে লাশের পাহাড় হবে : ওবায়দুল কাদের

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

বিএনপি ক্ষমতায় এলে দেশে লাশের পাহাড় হবে : ওবায়দুল কাদের

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর, ২০১৮

বিএনপি আবার ক্ষমতায় এলে দেশে রক্তের বন্য বয়ে যাবে এবং লাশের পাহাড় হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার বেলা ১১টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মোরশেদ আলমের পক্ষে এক নির্বাচনী পথসভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ধানের শীষ এখন মানুষের পেটের বিষ।  আর তাদের তিনটি গুণ আছে।  সেগুলো হল- সন্ত্রাস, চাঁদাবাজী ও মানুষ খুন।  

তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রতিটি ঘরে একজন করে বেকার যুবক ও যুব মহিলাকে চাকরি দেওয়া হবে।  প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে।

নোয়াখালী-২ আসনে (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) নৌকা মার্কার প্রার্থী আলহাজ মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পথ সভায় এসময় পথ সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, জেলা কৃষক লীগের উপদেষ্টা  জাহাঙ্গীর আলম মানিক, পৌরসভার মেয়র আবু জাফার টিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ দলিলুর রহমান, সাবেক সেক্রেটারী বাহার উল্লাহ বাহার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads