আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩০৬৫ প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের ২৮১, এবং বিএনপির ৬৯৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। আর জাতীয় পার্টি মনোনয়নপত্র জমা দিয়েছে ২৩৩টি। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে এক হাজার ৩৫৭ এবং স্বতন্ত্র্য হিসেবে ৪৯৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এক প্রেসবিফ্রিংয়ে এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি দলের সবগুলোই প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছে।’
এসব মনোনয়নপত্র বাছাই শুরু হবে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর; প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।