আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনের বিএনপির মনোনয়ন পেয়েছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। আর তার অতীত শাসনামলে ‘সন্ত্রাসী তাণ্ডব, বাড়িঘর লুট ও সাম্প্রদায়িক নির্যাতনের’ কথা স্মরণ করিয়ে দিলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমূদ হুমায়ূন।
নরসিংদীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, সাংবাদিকরা জনগণের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। তাই বকুলের মতো নোংরা নেতারা যাতে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করতে ভিন্ন পথ খুঁজবে। তাই তিনি নির্বাচনের পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকে সাংবাদিকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমূদ হুমায়ূন বলেন, আমি বিগত দিনে সংসদ সদস্য থাকাকালে আমার নির্বাচনী এলাকায় সড়ক, অবকাঠামো, শিক্ষা, বিদ্যুৎসহ নানা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা নষ্ট হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকারের বিকল্প নাই।
ওই সময় তিনি নির্বাচিত হলে আগামীতে নরসিংদীকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, নরসিংদীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অর্থনৈতিক অঞ্চল করার ঘোষণা দেন।
ওই সময় তিনি অতীতের মতো আগামীতেও বিজয়ী হলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন বলে জানান এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমূদ হুমায়ূন।
এ সময় নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, সরকার আদম আলী, হাবিবুর রহমান হাবিব, মোর্শেদ শাহারিয়ার, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, নরসিংদী জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ সাহা ও সাধারণ সম্পাদক বদরুল আমিন চৌধুরীসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।