আইন-আদালত

বাসে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা : চালক-সহকারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০২০

সিলেট থেকে সুনামগঞ্জের দিরাইগামী যাত্রীবাহী বাসে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় বাসের ড্রাইভার, কন্টাক্টর ও হেলপারকে আসামি করে দিরাই থানায় মামলা করা হয়েছে। 

গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) রাতে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেন তরুণীর বাবা। তবে আজ রোববার (২৭ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে আসার সময় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে যাত্রীবাহী বাসে একা পেয়ে চালক ও হেলপার ওই কলেজে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়ে। আহত অবস্থায় মেয়েটিকে দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নির্যাতিতার স্বজনসহ স্থানীয়রা রাতে দিরাই থানার সামনে বিক্ষোভ করে। 

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, নির্যাতিতার বাবা বাদী তিনজনকে আসামি করে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads