বাসে মালমাল পরিবহন, ভোগান্তিতে যাত্রীরা

নেত্রকোনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে মালামাল পরিবহন

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বাসে মালমাল পরিবহন, ভোগান্তিতে যাত্রীরা

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জানুয়ারি, ২০১৯

প্রতিদিনই কাজের সন্ধানে মানুষ দেশ বিভিন্ন পান্ত থেকে পাড়ি জমাছে রাজধানী শহর ঢাকায়। তেমনি নেত্রকোনার দুর্গাপুরে থেকে প্রতিনিয়তই কাজ বা ব্যবসায়ী কাজে যাতায়াত করছে শহরে। কিন্তু এসব বাসে মালামাল পরিরহন করায় সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা।

দুর্গাপুরে থেকে প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে দিনে রাতে প্রায় ১০টির উপরে বাস ছেড়ে যায়। আর এই মধ্যে প্রায় বেশ কয়েকটি যাত্রীবাহী বাসগুলোতে বেড়েই চলছে মাল পরিরহনের সংখ্যা। এর মাঝে ধ্রুর এন্টারপ্রাইজ ও সাদিয়া পরিহনের বাসের ভোগান্তি চরমে। প্রতিদিনই বাসগুলোর ভেতর বাইরে সব জায়গায় দেখা যায় মাল পরিবহনের চিত্র। কখনো কখনো যাত্রী থেকে মালামালের সংখ্যাই বেশি হয়ে পরে। থাকে না যাত্রীদের জন্য বিন্দু পরিমাণ হাটাও জায়গা পর্যন্ত। আবার গাজীপুরের পর থেকে যত্রতত্র গাড়ি থামিয়ে শুরু হয় মাল নামাবার প্রতিযোগীতা। এ নিয়ে যাত্রীদের সঙ্গে চালকের ঝগড়া বিবাদেরও সৃষ্টি হচ্ছে।

যাত্রীরা জানায়, আমরা প্রতি সিটের জন্য ৩৫০ টাকা ভাড়া দিয়েও ভোগান্তির শিকার হচ্ছি। বাসে শুধু মাত্র যাত্রী পরিবহনের কথা থাকলেও তারা এই নিয়ম মানছেন না । প্রতিদিনই সুপারি, মাছ থেকে শুরু করে বিভিন্ন মাল দিয়ে বাস ভরে ফেলায় আমরা একটু হাটতেও পারি না। কিছু বলেই তারা আমাদের উপর চড়াও হয়।

তবে ধ্রুর এন্টারপ্রাইজ বাস মালিক কতৃপক্ষের সদস্য সুলতান আহমেদ জানায়, এ ব্যাপারে কোনো কিছুই তাদের জানা নেই। যাত্রীরা অভিযোগ জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস নেয়।

দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানায়, বাস যাত্রী পরিবহনের জন্য আর মাল পরিবহনের জন্য আলাদা গাড়ি বা ট্রাক রয়েছে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি যাতে ছাদে কোনো মাল পরিবহন করা না হয়। তবে ভেতরে মাল পরিবহনের বিষয়টি আমাদের জানা ছিল না। এ ব্যাপারে দ্রুতই অভিযান পরিচালনা করবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads