একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সদরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ব্যাচেলর বাসা-মেস-ছাত্রবাসসহ ভাসমান বাসিন্দাদের ওপর নজরদারি বাড়িয়েছে পুলিশ। বেশ কয়েকটি স্থানে ভোটার নন, ভাসমান, ব্যাচেলর এমন বাসিন্দাসহ ছাত্রদের এলাকা ছাড়তে বলা হয়েছে। পুলিশ বলছে, নাশকতা পরিকল্পনা ও দেশকে অস্থিতিশীল করা হতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নজরদারি বাড়ানো হয়েছে। ব্যাচেলর বাসা, মেস ও ছাত্রবাসের মালিকরা বলেন, পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার কারণে ভোটের আগের দিন, ভোটের দিন ও ভোটের পরের দিন মেস ও ব্যাচেলর বাসা ফাঁকা রাখতে বলা হয়েছে।
পৌর শহরের উত্তর সুজাপুর এলাকার এক ছাত্রাবাসের মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমার বাসায় ছাত্রাবাস রয়েছে। তাদেরকে নির্বাচনের দিনসহ তিন দিন এলাকা ছেড়ে থাকার কথা বলা হয়েছে। পুলিশ বলছে- নিরাপত্তার স্বার্থে না কি এমন নির্দেশনা।’ এলাকার একাধিক মেস ও ছাত্রাবাসের ছাত্ররা বলেন, মেসে এসে মালিক বলে গেছে নির্বাচনকালে তিন দিন মেসে থাকা যাবে না। পুলিশ না কি থাকতে নিষেধ করেছে। এই সংবাদে বেশ কয়েকজন ছাত্র চলেও গেছে।
উত্তর সুজাপুর এলাকার ছাত্রাবাসে বসবাসকারি কয়েকজন ছাত্র বলেন, ‘পুলিশের খুব কড়াকড়ি। পুলিশ প্রায়ই এলাকায় এসে খোঁজখবর নিচ্ছে। মেসের বাইরে যেতে ভয় লাগে। পুলিশের হাতে কোন কারণে পড়লে এ সময় বড় ধরনের ঝামেলায় পড়তে হবে এমন আশঙ্কায় ছাত্রাবাস ছেড়ে বাড়ি চলে গেছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, ‘নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা না হয়, সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহজনক এলাকাগুলোর ব্যাচেলর বাসা, মেস ও ছাত্রবাসের বাসিন্দা এবং ভাসমান লোক যারা এই এলাকার ভোটার নন, তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে।’