সারা দেশ

বাল্যবিবাহ-জঙ্গীবাদ প্রতিরোধে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

  • সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২ এপ্রিল, ২০২২

বগুড়ার সারিয়াকান্দিতে পভারটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (পিডিপি) এর উদ্যোগে আজ শনিবার দুপুরে জোড়গাছা বাজারে প্রকল্প কার্যালয় হলরুমে বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আলোচনা সভা এবং মাধ্যমিক শিক্ষা সনদ (এস.এস.সি) পরীক্ষায় জি.পি.এ ৫.০০ প্রাপ্ত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক, শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রকল্পের নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান (বাপ্পী) এর সভাপতিত্বে, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য শেষে ৫জন কৃতি শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা স্মারক ও আর্থিক সহায়তা তুলেদেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতাউর রহমান, সারিয়াকান্দি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাঈম হোসেন, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক ব্যক্তিত্ব, উত্তরের দর্পণের সম্পাদক ও চ্যানেল টুয়েনটিফোরের জেলা প্রতিনিধি আব্দুস ছালাম বাবু, দৈনিক চাঁদনী বাজার প্রত্রিকার স্টাফ রির্পোটার সঞ্জু রায়, জোড়গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী সাজু, করিতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুুনুর রশিদ।

বক্তরা বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী-অভিভাববৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads