বামনায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বামনায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • বামনা (বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মার্চ, ২০১৯

“প্রাথমিক শিক্ষার দিপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী (১৩ই মার্চ থেকে ১৯শে মাচ পর্যন্তর্) জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মুখ সড়ক থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, বামনা উপজেলা আ.লীগ সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, বামনা প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র শীল প্রমূখ।

এতে উপজেলা সদরের পূর্বসফিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads