বাবার ‘শ্রদ্ধাঞ্জলি সম্মাননা’ গ্রহণ করবেন ফাহমিদা-সামিনা

ফাইল ছবি

শোবিজ

বাবার ‘শ্রদ্ধাঞ্জলি সম্মাননা’ গ্রহণ করবেন ফাহমিদা-সামিনা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ অগাস্ট, ২০১৯

বাংলাদেশের সংগীতাঙ্গন যাদের হাত ধরে সমৃদ্ধির পথে এগিয়ে গেছে, তাদের মধ্যে অন্যতম একজন শিল্পী হলেন মাহমুদুন্নবী। মৃত্যুর প্রায় ৩০ বছর পরও তার গানের মধ্য দিয়েই তিনি বেঁচে আছেন। সত্যিকারের শিল্পীরা এভাবেই বেঁচে থাকেন যুগের পর যুগ। আগামী ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৩৩তম ফোবানা সম্মেলনে বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী মাহমুদুন্নবীকে শ্রদ্ধা জানিয়ে তারই যোগ্য উত্তরসূরি ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর হাতে তুলে দেওয়া হবে ‘শ্রদ্ধাঞ্জলি সম্মাননা’। বিষয়টি নিশ্চিত করেছেন ফাহমিদা নবী।

ফাহমিদা নবী বলেন, ‘বেঁচে থাকলে সংগীতজীবনে তার পথচলা হতো ৭০ বছর। সংগীতে আব্বার সাত দশক দেখে যেতে পারেননি। কিন্তু তারপরও তার বিদেহী আত্মার শান্তি কামনা করে তাকে যে শ্রদ্ধাঞ্জলি সম্মাননা দেওয়া হচ্ছে, এটা আমাদের পরিবারের জন্য অনেক বড় পাওয়া। আমি, আমরা সবাই কৃতজ্ঞ ফোবানা পরিবারের প্রতি। আমরা আমাদের জীবন চলার পথে এখনো প্রতিটি মুহূর্তে আব্বাকে ভীষণ মিস করি, অনুভব করি প্রতিটি পদে পদে। আব্বা শুধু আমাদেরই নয় বাংলাদেশের সংগীত পরিবারের গর্ব। আমি, আমরা গর্ব করে বলতে পারি আমরা মাহমুদুন্নবীর সন্তান। এই গর্ব নিয়েই বাঁচতে চাই সারাটা জীবন।’

ফাহমিদা নবী জানান, তারা দুই বোন আগামী ১০ সেপ্টেম্বর দেশে ফিরবেন। মাহমুদুন্নবীর জন্ম ১৯৩৬ সালের ১৬ ডিসেম্বর এবং তিনি মারা যান ১৯৯০ সালের ২০ ডিসেম্বর। এদিকে জুলফিকার রাসেলের কথায় ও নচিকেতার সুরে ফাহমিদা ও সামিনা ‘এক আকাশের গান’ নামে আটটি গানের একটি অ্যালবাম করেছিলেন। গানগুলোর সংগীতায়োজন করেছিলেন পঞ্চম। কিন্তু গানগুলো কবে প্রকাশ হবে-সে বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেননি ফাহমিদা নবী। উল্লেখ্য, ফাহমিদা নবী এরই মধ্যে মঞ্জুরুল আলম চৌধুরীর কথায় ও তার নিজের করা সুরে মাকে নিয়ে একটি গান গেয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads