বানিয়াচংয়ে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

ছুরিকাঘাতে নিহত সায়েম মিয়া

সংগৃহীত ছবি

অপরাধ

বানিয়াচংয়ে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

  • হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের ধরে সায়েম মিয়া (২২) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সায়েমের মৃত্যু ঘটে। সে উপজেলার জামালপুর গ্রামের রমিজ মিয়ার ছেলে এবং স্থানীয় জনাব আলী ডিগ্রী কলেজে একদাশ শ্রেণির ২য় বর্ষের ছাত্র।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, সায়েম ও তার লোকজনের সাথে একই গ্রামের নজরুল ইসলামের পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে বুধবার দিবাগত রাতে নজরুল এবং তার লোকজন সায়েম, তার বন্ধু হাজরাপারা গ্রামের ফজলু মিয়ার ছেলে কামরুল মিয়া (১৮) ও কাজী মহল্লা গ্রামের উজ্জ্বল মিয়া (২০) এর উপর অতর্কিতে হামলা চালায়।

এ সময় নজরুল ও তার লোকজনের ছুরিকাঘাতে উল্লেখিত তিন জন আহত হন। আহতদেরকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে সিলেটে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। এছাড়াও আহত বাকী দুইজন হবিগঞ্জে চিকিৎসাধীন। ওসি আরো জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের স্বজনরা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads