সহজে চাষযোগ্য, উৎপাদিত ফসলের খরচ কম, অধিক লাভ পাওয়ায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নের গিলাঝুকি কুষ্টিয়াপাড়া গ্রামের কৃষকরা ঝুঁকছেন চিনাবাদাম চাষে।
সরেজমিনে গেলে কৃষকরা জানান, তাদের এলাকার কৃষিজমি অম্লীয় শ্রেণির হওয়ায় একই জমিতে ধান ও বাদাম চাষ হয়। আমন মৌসুমে তারা আমন ধানের পাশাপাশি কিছু জমিতে বীজ বাদাম ও ইরি-বোরো মৌসুমে শুধু বাদামের চাষ করা হয়। উৎপাদিত সুস্বাদু ৩-৪ দানার বাদাম গ্রাম থেকেই বিক্রি হয়। ওই এলাকার বাদাম রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রফতানি হয় বলে কৃষকরা জানান।
উপজেলা কৃষি অফিসার আবু রেজা মো. আসাদুজ্জামান জানান, উপজেলায় প্রায় ৭ হেক্টর জমিতে বাদাম চাষ হচ্ছে। কুশদহ ইউনিয়নের বাদাম চাষির সংখ্যা বেশি। তাদের বাদাম চাষের সফলতায় আশপাশের ইউনিয়নগুলোতেও বাদাম চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। কৃষি অফিস থেকে বাদাম চাষিদের প্রয়োজনীয় সহায়তা করা হচ্ছে এবং সহায়তা অব্যাহত থাকবে।