বাগেরহাটে ইট বোঝাই ট্রলি উল্টে হেলপার নিহত

বাগেরহাট ম্যাপ

প্রতীকী ছবি

দুর্ঘটনা

বাগেরহাটে ইট বোঝাই ট্রলি উল্টে হেলপার নিহত

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ৩ ফেব্রুয়ারি, ২০২০

বাগেরহাটে ইট বোঝাই ট্রলি উল্টে শেখ সাদি (১৭) নামে ওই ট্রলির জেলপর নিহত হয়েছে।

আজ সোমবার বিকালে বাগেরহাট সদর উপজেলার কাঠিগোমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। এ সময় ওই ট্রলির চালক রায়হান মোল্লা (১৯) আহত হয়েছে।

নিহত সাদি খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের এসহাক শেখের ছেলে। আহত রায়হান একই গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, ট্রলি বোঝাই ইট নিয়ে যাওয়ার পথে কাঠিগোমতি সড়কে হঠাৎ ট্রলিটি উল্টে খাদে পড়ে যায়। এতে শেখ সাদি ও রায়হান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক সাদিকে মৃত ঘোষনা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads