বাউফলে আমন ধানে ফলস স্ট্যান্ড পোকার আক্রমণ

সংগৃহীত ছবি

কৃষি অর্থনীতি

বাউফলে আমন ধানে ফলস স্ট্যান্ড পোকার আক্রমণ

  • বাউফল প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর, ২০২০

পটুয়াখালীর বাউফলের বিভিন্ন এলাকায় আগাম জাতের আমন ধান (বিরি-৫২) পাকার মুহুর্তে লস স্ট্যান্ড (লক্ষ্মীন্ড) পোকার আক্রমন দেখা দিয়েছে।  উপজেরার দাশপাড়া, নওমালা, আদাবাড়িয়া, সূর্যমণি, কাছিপাড়া, ধুলিয়া, চন্দ্রদ্বীপসহ বিভিন্ন দেখা দিয়েছে এই পোকার উপদ্রব। আমন কাটার সময় ঘনিয়ে আসার এ সময় পোকার আক্রমণে হতাশ কৃষক।

দাশপাড়া এলাকার কৃষক আলী হোসেন জানান, ১০-১২ দিনের মাথায় শুরু হবে ধান কাটা। এ সময় ধানের ছড়ায় কালো গোলাকৃতির লক্ষ্মীন্ড পোকার আক্রমনে ক্ষতেই বিনষ্ট হবে বিপুল পরিমাণ ধান। ছড়া কাটে এ পাকা। এই পোকার আক্রমণে ফসলহানির আশঙ্কা করছেন দুই একর জমিতে আগাম জাতের  বিরি-৫২ ধানের চাষ করা মদনপুর এলাকার কৃষক আলতাফ মৃধা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩ হাজার ৩৫০ হেক্টরে এ বছর আগাম জাতের (বিরি-৫২) আমন ধানের চাষ করা হয়েছে উপজেলায়। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান,  কালো গোলাকৃতি বাসার ভেতর অনুজীব এই পোকার ইরেজি নাম ক্লামাইজোস্পোর। এরা বিস্তার লাভ করে ধানের শীষে ছড়িয়ে পড়ে ও শীষ কাটে। ধান রক্ষায় কার্বেনডাজিং গ্রুপের স্প্রে করার পরামর্শ দিয়েছেন তিনি। একই জমিতে পরবর্তি চাষবাসে বেবিস্টিন বা বিটমেক্স দিয়ে বীজ শোধনেরও পরামর্শ দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads