সারা দেশ

বাংলা ট্রিবিউনের সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সখীপুরে মানববন্ধন

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ ফেব্রুয়ারি, ২০২১

পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।

আজ মঙ্গলবার সকাল ১১টায় সখীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সভাপতি ইকবাল গফুর, সহ-সভাপতি মতিউর রহমান, ইত্তেফাক প্রতিনিধি মামুন হায়দার, এশিয়ান টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম শাফলু, যায়যায়দিন প্রতিনিধি সাজ্জাত লতিফসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাসাইলে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনার দুইদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় একটি সংখ্যালঘু পরিবারের বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। গত রোববার (৭ ফেব্রুয়ারি) ভোরে ওই জমিতে সংখ্যালঘু পরিবারটি ঘর তোলার চেষ্টা করে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর উপস্থিতিতে তার পক্ষের লোকজন ঘর তুলতে বাধা দেয় এবং নির্মিত ঘরের কিছু অংশ ভেঙ্গে দেয়। এতে দু’পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় পেশাগত দায়িত্বপালনে চেয়ারম্যানের পক্ষের লোকজন সাংবাদিক এনায়েত করিম বিজয়ের উপর হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads