অনলাইনে কোনো প্রশ্ন করে প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়ার জনপ্রিয় প্ল্যাটফর্ম কোরার ওয়েবসাইটের বাংলা সংস্করণ চালু হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা এখন থেকে বাংলা ভাষায় প্রশ্ন করার পাশাপাশি বাংলা ভাষাতেই উত্তর জানতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, bn.quora.com ওয়েবসাইটের পাশাপাশি কোরার স্মার্টফোন অ্যাপ থেকেও বাংলা সংস্করণ ব্যবহার করা যাবে।
বাংলায় ওয়েবসাইট চালুর বিষয়ে কোরার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যাডাম ডি অ্যাঞ্জেলো জানান, বর্তমানে বাংলা ভাষাভাষী ব্যবহারকারীরা কোরার ইংরেজি ওয়েবসাইট ব্যবহার করছেন। তাদের কথা মাথায় রেখেই প্ল্যাটফর্মটির বাংলা সংস্করণ চালু করা হলো।
আমরা আশা করছি, এর মাধ্যমে প্ল্যাটফর্মটিতে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা আরো বাড়বে। এর আগে গত ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে বাংলা প্ল্যাটফর্ম চালু করে কোরা। সে সময় অল্পসংখ্যক ব্যবহারকারীকে প্ল্যাটফর্মটি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ফেসবুকের সাবেক সিটিও অ্যাডাম ডি অ্যাঞ্জেলো ২০০৯ সালে কোরা প্রতিষ্ঠা করেন। ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়। অনলাইনে এটি বেশ জনপ্রিয় একটি ওয়েবসাইট, যেখানে প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যায় খুব সহজেই।
এ প্ল্যাটফর্মটি ব্যবহার করেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নামকরা সব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও। বর্তমানে বাংলার পাশাপাশি আরো ১৬ ভাষায় কোরার কার্যক্রম রয়েছে।





