বাংলামোটরে শিশুর লাশ উদ্ধার, বাবা আটক

নুরুজ্জামান কাজলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে

সংগৃহীত ছবি

অপরাধ

বাংলামোটরে শিশুর লাশ উদ্ধার, বাবা আটক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৫ ডিসেম্বর, ২০১৮

রাজধানীর বাংলামোটর এলাকার একটি বাসা থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা নুরুজ্জামান কাজলকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন।

আজ বুধবার সকাল থেকে বাংলামোটর বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের সাব-অফিসের পাশের একটি ভবন ঘিরে রাখে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ওই বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে শিশুটির বাবা কাজলকে থানায় নিয়ে যাওয়া হয়। তিনি দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে থাকতেন।

যে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে তার নাম নূর সাফায়েত। তার বয়স তিন বছরের মতো। কাজলের বড় সন্তানের নাম সুবায়েত। তারা এই এলাকার স্থায়ী বাসিন্দা।

জানা গেছে, নুরুজ্জামান কাজল স্ত্রী ও দুই শিশু সন্তানসহ ওই বাসায় থাকতেন। মাদকাসক্তের অভিযোগে কাজলের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে বলে জানিয়েছে প্রতিবেশীরা।

স্থানীয়রা জানান, বুধবার সকালে বাসায় দোয়া পড়ানোর জন্য এক মৌলভী ডাকেন কাজল। বাসায় শিশুটিকে অচেতন অবস্থায় দেখে ওই মৌলভী বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ওই বাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার করে।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads