বাংলাদেশ ছেড়েছে শ্রীলঙ্কার ৭৩ নাগরিক

সংগৃহীত ছবি

প্রাকৃতিক দুর্যোগ

বাংলাদেশ ছেড়েছে শ্রীলঙ্কার ৭৩ নাগরিক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ এপ্রিল, ২০২০

কোভিড-১৯ মহামারীর মধ্যে বাংলাদেশে অবস্থানরত শ্রীলঙ্কার ৭৩ নাগরিক বিশেষ ফ্লাইটে দেশে ফিরে গেলেন।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানান, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীলংঙ্কান এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশের পথে রওনা হন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন ছাড়া প্রায় সব দেশের সঙ্গেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশ। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের ভাড়ায় বিশেষ ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। বিদেশে আটকা পড়া বাংলাদেশিদেরও একইভাবে ফেরানো হচ্ছে।

চার দফায় প্রায় আটশ ব্রিটিশ নাগরিক ইতোমধ্যে বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে গেছেন। যারা এখনও রয়ে গেছেন, তাদের জন্য আরও কয়েকটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। গত এক মাসে কয়েক ধাপে ১২৩ জন জার্মান নাগরিক, ১৭৮ জন রুশ নাগরিক, ৩২৫ জন জাপানি, ৫৯১ জন মার্কিন নাগরিক, ২২৫ জন মালয়েশিয়ান এবং ভুটানের ১৩৯ জন তাদের দেশে ফিরে গেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads