বাংলাদেশে চালু হলো ফেসবুকের অ্যাড ব্রেকস

সংগৃহীত ছবি

সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে চালু হলো ফেসবুকের অ্যাড ব্রেকস

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৯ নভেম্বর, ২০১৮

বাংলাদেশের ভিডিও নির্মাতাদের জন্য আয়ের সুযোগ চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ‘অ্যাড ব্রেকস’ নামের এ সুবিধাটি ব্যবহার করে বাংলা কিংবা ইংরেজি উভয় ভাষাতেই নির্মিত ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয়ের সুযোগ পাবেন তারা।

এর আগে অন্যান্য দেশের ভিডিও নির্মাতাদের জন্য এ সুবিধাটি চালু করা হলেও গত বুধবার বাংলাদেশের ভিডিও নির্মাতাদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে।

ফেসবুক জানিয়েছে, একজন ভিডিও নির্মাতা কিংবা প্রকাশক fb.me/joinadbreaks ওয়েবসাইটে গিয়ে ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শনের সুবিধা চালু করতে পারবেন। তবে বিজ্ঞাপন পাওয়ার জন্য কিছু যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করেছে পাঠাও, যার মধ্যে আছে ফেসবুক ফলোয়ার, ভিডিও ভিউয়ায়ের সংখ্যা এবং মনিটাইজেশন এলিজিবিলিটি স্ট্যান্ডার্ডস কমপ্লায়েন্স। এসব শর্ত মিলে গেলে তাৎক্ষণিকভাবেই ভিডিওতে বিজ্ঞাপন চালু হয়ে যাবে।

বিজ্ঞাপন থেকে কীভাবে আয় বাড়ানো যাবে এবং কোন ধরনের ভিডিও প্রকাশ করলে বেশি ভিউয়ার পাওয়া যাবে, সেসব বিষয়েও নির্মাতাদের নানা তথ্য দিচ্ছে ফেসবুক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads