বাংলাদেশের সফটওয়্যার বিক্রি বাড়াতে সহায়তা করবে ‘অ্যাকসেলারেন্স’

বৃহস্পতিবার রাজধানীর আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং অ্যাকসেলারেন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়

সংগৃহীত ছবি

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের সফটওয়্যার বিক্রি বাড়াতে সহায়তা করবে ‘অ্যাকসেলারেন্স’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৪ অক্টোবর, ২০১৮

যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক সফটওয়্যার আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘অ্যাকসেলারেন্স’ যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ ইংরেজি ভাষাভিত্তিক দেশগুলোর বাজারে বাংলাদেশের উন্নয়নকৃত সফটওয়্যার সেবার বিক্রি বাড়াতে সহায়তা দেবে।

এ লক্ষ্যে আজ আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের অফিসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং অ্যাকসেলারেন্সের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

বিসিসি’র লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের ভারপ্রাপ্ত পরিচালক তারেক এম বরকতউল্লাহ এবং অ্যাকসেলারেন্স’র প্রেসিডেন্ট অ্যান্ডি হিলিয়ার্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বিসিসির নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টীম লিডার সামি আহমেদ, অ্যাকসেলারেন্স’রর ভাইস প্রেসিডেন্ট হিউ মরগান এবং চীফ ডেলিভারি কর্মকর্তা জিম মারাসিও এ সময় উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী অ্যাকসেলারেন্স যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ ইংরেজি ভাষাভিত্তিক দেশের বাজারে বাংলাদেশের বিভিন্ন কোম্পানীর উন্নয়নকৃত সফটওয়্যার সেবার বাণিজ্যিকীকরণ ও বিক্রি বৃদ্ধিতে সহযোগিতা করবে।

অ্যাকসেলারেন্স বাংলাদেশি কোম্পানিগুলোর সফটওয়্যার উন্নয়নে কারিগরি দুর্বলতাগুলো চিহ্নিত করবে এবং তা দূর করায় প্রশিক্ষণ দেবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads