অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা পেয়ে আজ বিশ্বদরবারে স্বাধীন বাংলাদেশটি তার পতাকা তুলে ধরতে পেরেছে। আন্তর্জাতিক অনুদান নির্ভরতা ২ শতাংশে নেমে এসেছে। দুর্বার গতিতে এগিয়ে চলেছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। সারা বিশ্বের মানুষ চেয়ে দেখছে বাংলাদেশের মানুষের উন্নয়ন কর্মকাণ্ড। স্বাধীনতার ৫০ বছর আর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন হচ্ছে উন্নয়নশীল দেশ হিসেবে। এই হিসেবে আজ এটা অনেক বড় পাওয়া। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) তিনটি সূচক যাচাই করে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করেছে। সূচকগুলো হচ্ছে- ১. মাথাপিছু আয়; ২. মানবসম্পদ সূচক (স্বাস্থ্য, পুষ্টি, মাতৃমৃত্যু ও শিক্ষার হার, স্কুলে ভর্তির হার এবং মাধ্যমিক স্তরে ভর্তিতে লিঙ্গসমতার হারের সমন্বয়ে তৈরি করা); ৩. অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচক (যেটি অর্থনীতিতে কৃষি, বন ও মৎস্য খাতের অবদান, আন্তর্জাতিক বাজারের দূরত্ব, পণ্যদ্রব্য রপ্তানির ঘনত্ব, পণ্য ও সেবা রপ্তানির অস্থিতিশীলতা, নিচু উপকূলীয় অঞ্চলে বসবাসকারী জনসংখ্যার হার, শুষ্কভূমিতে বসবাসকারী জনসংখ্যার হার, কৃষি উৎপাদনে অস্থিতিশীলতা এবং দুর্যোগের শিকার এমন জনসংখ্যার হারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়) বিশ্লেষণ করলে দেশের সামগ্রিক চিত্রটি চলে আসে। উন্নয়নশীল দেশ বলতে সেসব দেশকে বোঝায়, যেসব দেশে কিছুটা অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে এবং ভবিষ্যতে উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা বিভিন্ন সময় এ দেশকে ভিন্ন চোখে দেখেছে, আজ তারা অবাক চেয়ে রয় এদেশের উন্নয়নের রূপ দেখে। স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় জাতির পিতাকে হত্যা করে এদেশের অর্থনৈতিক গতিকে রুখে দেওয়ার জন্য এদেশের বিরোধী অপশক্তিরা আপ্রাণ চেষ্টা চালিয়ে ছিল। কিন্তু এসব অপশক্তিকে রুখে দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে এবং এ অর্জন জাতি হিসেবে অনেক আনন্দের। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটটি হয় প্রায় ৭৭৬ কোটি টাকার, যে বাজেট বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এ যেন স্বপ্নকে হার মানিয়েছে। চলতি এ করোনাকালেও এদেশের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো রয়েছে একথা নিঃসন্দেহে বলা যেতে পারে। বর্তমানে এদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ ডলার। অর্থনৈতিক খাতগুলোকে যদি আমরা আলাদাভাবে দেখি, তাহলে হলফ করে বলা যায় উন্নতির মানচিত্র সামনের দিকে এগিয়ে চলছে দুর্বার গতিতে। কৃষিভিত্তিক বাংলাদেশের কৃষিতে উন্নতিটা আরো চমকপ্রদ। জিডিপিতে যার অবদান ১৩.৬ শতাংশ। বিশেষ করে ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা এতটা এগিয়ে না গেলেও একেবারেই দুর্বল অবস্থানে নেই। গ্রামে প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে মানুষকে সেবা দেওয়ার জন্য। চলতি করোনা কালেও দেশের স্বাস্থ্যসেবা খাত ভালো ভূমিকা রেখেছে। বাংলাদেশ শিশু মৃত্যুহার ৫.৪ শতাংশ হার কমেছে। পরিবার পরিকল্পনা বিভাগের তৎপরতার কারণে বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কমে এখন ১ দশমিক ৩৭ শতাংশ দাঁড়িয়েছে। স্বাস্থ্য খাতের এসব সফলতার কারণে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ফলে বর্তমানে দেশের মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছরে।
একটি দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হলো যোগাযোগ ব্যবস্থা। এ ব্যবস্থায় বিশেষ করে সড়ক পথে ব্যাপক উন্নতি হয়েছে। নৌপথ কমে আসায় নৌব্যবস্থা অনেকটাই ঝিমিয়ে পড়েছে। আকাশপথে যতটুকু উন্নতি হওয়ার কথা ছিল তা অনেকটাই মলিন আর রেল ব্যবস্থায় অনেকটাই বেহাল অবস্থা বিরাজ করছে। সাম্প্রতিক কয়েক বছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী এতটাই বৃদ্ধি পেয়েছে যে যা প্রশংসার যোগ্য। চলতি বছরে এ খাতে বরাদ্দ রয়েছে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা। এ খাতগুলো থেকে দিন দিন সুফলভোগীর সংখ্যা বাড়ছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, শিশুদের জন্য ভাতা, প্রতিবন্ধী ভাতা উল্লেখযোগ্য। মানুষের মৌলিক অধিকারের মতো অন্যতম হলো শিক্ষা। স্বাধীনতার ৫০ বছর পর শিক্ষা ক্ষেত্রে আরো সফলতার প্রয়োজন ছিল। তবে কাজ হয়নি একথা বলা যাবে না। কেবল প্রতিষ্ঠান সরকারিকরণ এবং একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমেই শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। দীর্ঘদিনেও শিক্ষার একটি সুস্পষ্ট নীতিমালা হয়নি। বিশেষ করে বেসরকারি শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দেওয়া হয়নি। তবে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ভালো উন্নতি সাধিত হয়েছে একথা বলা যেতে পারে। বিশেষ করে স্কুলে ভর্তির হার বেড়েছে ব্যাপকভাবে এবং অনেকাংশেই রোধ হয়েছে ঝড়ে পড়া। এখন সময় হয়েছে শিক্ষার মানোন্নয়ন। শিক্ষার মানোন্নয়ন করতে না পারলে শিক্ষার এ বিনিয়োগ হবে অর্থহীন এবং মুখ থুবড়ে পড়বে শিক্ষাব্যবস্থা। আর বিশেষ করে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের দিকে ধাবিত হলে জাতির যে বিনিয়োগ সেগুলো অর্থহীন হবে।
বিদ্যুৎ ব্যবস্থা আমাদের মতো দেশে যে সম্প্রসারণ হয়েছে তা অবশ্যই সফলতার দাবি রাখে। ইতোমধ্যে প্রায় ৯৯ ভাগ মানুষের ঘরে বিদ্যুতের ব্যবস্থা হয়েছে। এক সময়ের বিদ্যুতের লোড শেডিং মানুষের জীবনযাত্রাকে বিষিয়ে তুলেছিল, এখন সেখান থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। উৎপাদন হচ্ছে প্রায় ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। দেশে তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতে বাংলাদেশ ভালো করেছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশের সম্ভাবনার কথা জানিয়ে দেওয়ার সময় এসেছে। বর্তমানে এ খাতে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ যুক্ত রয়েছে। এ খাতে সরকার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করলে দেশের তরুণ প্রজন্ম এখান থেকে দেশের জন্য অবদান রাখতে পারবে অনেক বেশি। তৈরি পোশাক খাতে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে অত্যন্ত সুদৃঢ়। গত অর্থ বছরে ৯৬৮ কোটি ৪৯ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। ২০১৮ সালের জরিপ অনুযায়ী ৩৩ লাখ ১৫ হাজার মানুষ কাজ করছে এ খাতে। জিডিপিতে বর্তমানে তৈরি পোশাক খাতের অবদান ১১ দশমিক ১৭ শতাংশ। নারীর ক্ষমতায়নে তৈরি পোশাক খাত একটি ভালো ভূমিকা রাখছে। বাংলাদেশের আরেকটি আয়ের অন্যতম খাত হলো প্রবাসে বাংলাদেশি শ্রমিকদের অর্থ উপার্জন। বিদেশে প্রায় ১ কোটি ২৫ লাখ বাংলাদেশি অবস্থান করছে। গত অর্থবছরে করোনাকাল চলার সময়েও ১৮ দশমিক ২০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, পদ্মা সেতুর দুই পাড়ে রেল লাইন স্থাপন, চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার নতুন রেললাইন নির্মাণ, আখাউড়া- লাকসাম মিশ্রগেজ ডবল লাইন নির্মাণ, পায়রা, রামপাল, মাতারবাড়ী কয়লাভিত্তিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মতো বড় বড় প্রকল্প বাস্তবায়নে এখন বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে। স্বাধীনতার শুরু থেকে এই ৫০ বছরে বাংলাদেশের অর্জন নিয়ে কেবল দেশেই নয়, বিশ্বদরবারেও প্রশংসা চলছে। বাংলাদেশের উন্নয়ন দেখে আজ অনেক দেশই হতবাক। এ ধরনের একটি প্রাকৃতিক বিপর্যস্ত দেশ যেভাবে তার অবস্থানকে সুসংহত করেছে তা যেকোনো দেশের জন্যই দৃষ্টান্ত ও অনুকরণীয়।
মানব উন্নয়ন সূচকে গত বছরের তুলনায় দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির ২০২০ সালের দ্য হিউম্যান ডেভেলপমেন্ট প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। প্রতি বছর বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক তৈরি করা হয়। এসব সূচকে উন্নতি হলে দেশের উন্নয়নের চিত্রই ফুটে ওঠে। বর্তমানে প্রায় ৪৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার বৈদিশিক মুদ্রার রিজার্ভ রয়েছে, যা অর্থনীতির সক্ষমতার বহিঃপ্রকাশ। তবে ৫০ বছরে অনেক আক্ষেপের জায়গাও তৈরি হয়েছে। এর মধ্যে অন্যতম দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব, সামাজিক এবং রাষ্ট্রীয় জবাবদিহিতার অভাব, শোষক শ্রেণির দৌরাত্ম্য, সম্পদের অসম বণ্টনের মতো গুরুত্বপূর্ণ দিকগুলোতে রাষ্ট্র ও সমাজ সফলতা দেখাতে পারেনি। যার ফলে স্বাধীনতার প্রতি একটা ভিন্ন মনোভাব দেখাচ্ছে তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মকে যদি সঠিক পথ না দেখাতে পারি, তাহলে বদ আসক্তিতে হারিয়ে যাবে যুবসমাজ। তখন রাষ্ট্র ও জনগণ স্বাধীনতার সুফল পাবে না। উন্নয়নের ধারাবাহিকতাকে ধরে রেখে ভুলগুলো সংশোধন করে হীরকজয়ন্তী পালন করবে এই আমাদের প্রত্যাশা।
লেখক : প্রভাষক নীলকণ্ঠ আইচ মজুমদার
প্রভাষক, আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ; সভাপতি, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাব