বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার

  • নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ২ ফেব্রুয়ারি, ২০২০

নাগেশ্বরীতে কালা পানি নদীতে সেতু না থাকায় নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে ৭ গ্রামের মানুষ চলাচল করছে। রামখানা ইউপির আস্করনগর আজমাতা, ব্যাপারীটারী, তরিঙ্গারকুটি, বাকুয়াটারী, খোঁড়ারডারা পাড়, কামারের কুটি, এসব গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোটি পারাপার হতে হচ্ছে। ছোট ছোট কোমলমতি শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে এ সাঁকো দিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করে।

ঘোরাড় ডারারপাড় গ্রামের আলী হোসেন, কামারের কুটি গ্রামের মিজানুর রহমান, আ. মালেক জামান জানান, প্রায় ২৫০ পরিবার চারদিকে কালা পানি নদীবেষ্টিত অবরুদ্ধ দ্বীপে মনে হয় বন্দি জীবনযাপন করছি। গ্রামে ভালো রাস্তাঘাট না থাকায় কৃষিপণ্য ধান, পাট, গম, আলু ও বিভিন্ন ধরনের সবজিসহ এসব উৎপাদিত ফসল কেনাবেচার জন্য হাটবাজারে যেতে পারি না। কয়েক দিন আগে তসলিমের ঘাট বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে মোজাম্মেল হকের শিশু ছেলে আতিকুর রহমান (৭) পানিতে পড়ে মারা যায়। এলাকাবাসীর দাবি কালা পানি নদীর ওপর জরুরিভিত্তিতে একটি সেতু নির্মাণ করা হোক। এতে এলাকার মানুষের দুঃখ লাঘব হবে।

রামখানা ইউপির সদস্য হাশেম আলী জানান, নিজ অর্থায়নে সাঁকোটি দিয়ে কোনোরকম পারাপারের ব্যবস্থা করেছি। এ ব্যাপারে ইউপি চেয়াম্যান আবদুল আলীম বলেন, সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগ করেছি। আগামী দিনে বরাদ্দ এলে সেতু নির্মাণ করা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads