বস্তিতে থাকেন দেশের সাড়ে ২২ লাখ মানুষ

নগরের বুকে গড়ে উঠেছে অনেক বস্তি

ছবি : সংগৃহীত

জাতীয়

বিশ্ব বসতি দিবস আজ

বস্তিতে থাকেন দেশের সাড়ে ২২ লাখ মানুষ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১ অক্টোবর, ২০১৮

বাংলাদেশের বিভিন্ন বস্তিতে বাস করছেন সাড়ে ২২ লাখ মানুষ। এর মধ্যে সাড়ে ১১ লাখ পুরুষ ও ১১ লাখ নারী। ১৯৯৭ সালে দেশের ৭ লাখ মানুষ বস্তিতে বাস করতেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এ হিসাবে দেড় দশকে বাংলাদেশে বস্তিবাসীর সংখ্যা বেড়েছে সাড়ে ১৫ লাখ। এর বাইরে দেশে আরো ঠিকানাহীন ১৬ হাজার ৬২১ জন ভাসমান মানুষ রয়েছেন। আবাসন ব্যবস্থার এ কঠিন বাস্তবতার মধ্যেই সারা বিশ্বের পাশাপাশি আজ ১ অক্টোবর বাংলাদেশে পালন করা হচ্ছে বিশ্ব বসতি দিবস।

জাতিসংঘের সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালন করা হয়। সংস্থাটির সাধারণ পরিষদ ১৯৮৫ সালে এ দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। পরের বছর থেকে দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ গুরুত্বের সঙ্গে বিশ্ব বসতি দিবস পালন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পৌর এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা’।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, বিকাল ৩টায় সেগুনবাগিচায় গণপূর্ত অধিদফতর সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্যের ওপর সেমিনার।

এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার বিশ্ব বসতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads