বশেমুরবিপ্রবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন চেয়ারম্যান মাহমুদ পারভেজ

সহকারী অধ্যাপক খোন্দকার মাহমুদ পারভেজ

সংগৃহীত ছবি

শিক্ষা

বশেমুরবিপ্রবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন চেয়ারম্যান মাহমুদ পারভেজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ নভেম্বর, ২০১৮

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক খোন্দকার মাহমুদ পারভেজ।

দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত ও সহকারী অধ্যাপক খোন্দকার মাহমুদ পারভেজ বলেন, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে আরও আধুনিকায়ন ও শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবো।

দায়িত্ব গ্রহনের পর তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন এর প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই দায়িত্ব যেন সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এ বছর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সহকারী অধ্যাপক পদে ২ জন পদোন্নতি পেয়েছেন। তারা হলেন- খোন্দকার মাহমুদ পারভেজ এবং মোহাম্মদ বদরুল ইসলাম।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads