বলিউড তারকা ইরফান খানের মা আর নেই

সংগৃহীত ছবি

হলিউড

মায়ের সঙ্গে শেষ দেখা হল না

বলিউড তারকা ইরফান খানের মা আর নেই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ এপ্রিল, ২০২০

বলিউড তারকা ইরফান খানের মা ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিকে শেষ বারের মতো মাকে দেখতে পেলেন না তিনি।

রাজস্থানের জয়পুরে তাদের বাসভবনেই শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন ইরফান খানের মা সইদা বেগম ৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর ৷

লকডাউনের কারণে বিদেশে আটকে ইরফান খান৷ মায়ের শেষকৃত্যে পৌঁছতে পারলেন না তিনি ৷ গত কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন সইদা বেগম৷ এমন অবস্থায় মায়ের সঙ্গে শেষ দেখা টুকুও হল না অভিনেতা ছেলের৷

২০১৮ সালে ক্যানসার ধরা পড়ে ইরফান খানের। তখন থেকেইর চিকিৎসার জন্য বিদেশ রয়েছেন তিনি৷ মাঝে শুধু ‘আংরেজি মিডিয়াম’ শ্যুটিং’য়ের জন্য কয়েকদিনের জন্য দেশে ফিরেছিলেন৷ তারপর চিকিৎসার প্রয়োজনেই তাঁকে ফের বিদেশে ফিরতে হয়৷

বিশ্ব জুড়ে চলছে করোনা দাপট ৷ সেই জন্যই পৃথিবীর বিভিন্ন দেশে লকডাউন ৷ভারতে বন্ধ আন্তর্জাতিক বিমান ওঠা নামা৷ এই কারণেই জয়পুরে মায়ের শেষকৃত্যে পৌঁছতে পারলেন না ইরফান ৷

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads