বরুড়ার শিলমুড়ী উত্তর ইউনিয়নের দীঘলগাঁও গ্রামে চুরির অভিযোগে গণপিটুনিতে জামাল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়নের মুগুজী গ্রামের আম্বর আলীর ছেলে জামাল দীঘলগাঁও গ্রামের কামাল হোসেন, আ. রশিদ ও আবু তাহেরের ঘরে সিঁদ কেটে চুরি করে পালানোর চেষ্টা করে। বৃহস্পতিবার রাত ১টার দিকে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে গ্রামের ঈদগাহ মাঠে ফেলে রাখে। আজ শুক্রবার সকাল ৭টায় গ্রাম পুলিশের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর দুপুর ১২টায় সে মারা যায়।
বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, চুরির অভিযোগে জামালকে গণপিটুনি দেওয়া হয় বলে শুনেছি। পুলিশ লাশ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।