ববি শিক্ষার্থীদের উপর হামলা, জবি ছাত্র অধিকার পরিষদের প্রতিবাদ

সংগৃহীত ছবি

ক্যাম্পাস

ববি শিক্ষার্থীদের উপর হামলা, জবি ছাত্র অধিকার পরিষদের প্রতিবাদ

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি, ২০২১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেবাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। একই সাথে হামলার জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বুধবার সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর মঙ্গলবার গভীর রাতে দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোঁটা, রড দিয়ে প্রায় এক ঘণ্টা ধরে নগরের বিভিন্ন মেসে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটানো হয়েছে তাতে ১১জন শিক্ষার্থীসহ অনেকেই আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্র সমাজ মর্মাহত।

শিক্ষার্থীদের উপর এ রকম নতুন নয়। শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হেনস্তা, হামলার শিকার হন। শিক্ষার্থীরা এরকম অন্যায়ভাবে হামলার শিকার এবং অসম্মানী হতে থাকলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে বড় বাধার সম্মুখীন হতে হবে।হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads