দেশে বন্যা পরিস্থিতির আরো অবনতি হলে সেনা, নৌ ও বিমানবাহিনী তা মোকাবেলায় প্রস্তুত আছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ।
গতকাল বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সেনাবাহিনী প্রধান বলেন, ‘এটা নিয়ে আর্মি, নেভি, এয়ারফোর্স থেকে যে জিনিসটা সবাইকে জানিয়েছি, আমরা প্রস্তুত আছি। যদি এ ধরনের কোনো কিছু হয়, তাহলে যেকোনো সময় সহযোগিতা চাইলে নেভি, এয়ারফোর্স ও আর্মি প্রস্তুত আছে।’
ডিসিদের সঙ্গে সম্মেলনের বিষয়ে সেনাপ্রধান সাংবাদিকদের বলেন, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কীভাবে আরো ভালো করা যায়, তা নিয়েই আলোচনা হয়েছে।





