গাজীপুরের শ্রীপুরে বন্যপ্রাণি বাঁচাতে ও অপরাধ নিয়ন্ত্রনে সচেতনতামূলক পথসভা করেছে বাংলাদেশ বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট। এ সময় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে বন্যপ্রাণি প্রকৃতির ও মানুষের জন্য কতটা উপকারি তা নিয়ে আলোচনা করা হয়। সকাল ১০ টায় স্থানীয় বানার ও সূতিয়া নদীর পাড়ে ত্রিমোহনী বিডি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও নান্দিয়াসাঙ্গুন আবাহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম সচেতনতামুলক পথসভা করা হয়। পরে পাশের গফরগাঁও উপজেলার নিগুয়ারি বাজারে ক্যাপ্টন গিয়াস উদ্দীন কলেজ ও সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে পথসভা করা হয়।
এ সময় স্থানীয় এলাকাবাসি,ব্যবসায়ি, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দুপুরে কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ে শেষ পথসভা করা হয়েছে। আজ (গতকাল) বুধবার দিনব্যাপি বাংলাদেশ বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট এ পথসভাগুলোর আয়োজন করে।
বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক বলেন এ অঞ্চলের স্থানীয় নদ নদীতে প্রায় বিপন্ন প্রজাতির কিছু গাঙ্গেয় ডলফিন (শুশুক) চোখে পড়ে। তাই তা রক্ষায় স্থানীয়দের সাথে নিয়ে শিক্ষার্থীদের এ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়। তিনি বলেন কোনো নদ বা নদী কতটা দূষনমুক্ত তা প্রমান করে ডলফিনের উপস্থিতি। তাই জেলেরা যেন ভুল করে কখনো মাছের জালে ডলফিন শিকান না করে এ নিয়েও তাঁদের সাথে আলোচনা করা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, এক সপ্তাহ আগে সুতিয়া নদী থেকে একটি বিরল গাঙ্গেয় ডলফিন (শুশুক) জেলে ধরে নিয়ে বিক্রি করে দেয়। পরে এক কবিরাজ তা নিয়ে ওষুধ তৈরি করে। এ নিয়ে সাধারন মানুষ ক্ষোভ প্রকাশ করেও শুশুটিকে রক্ষা করতে পারেনি। তারা বলেন, এমন জনসচেতনতা মূলক পথসভা সবাইকে বন্যপ্রাণির প্রকৃতিতে উপকারিতা ও রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তোলবে। নিয়মিত এমন জনসতেচনতা মূলক পথসভার আয়োজন করার আহবান করে ক্ষুদে শিক্ষার্থীরা ।
বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নারগিস সুলতানা জানান, ডলফিন বা শুশুক শিকার করা সুর্নিষ্ট দ-নীয় অপরাধ। এ অপরাধে তিন লক্ষ টাকা জরিমানা ও তিন বছরের জেল দেওয়ার বিধান রয়েছে। তাই এ সব অপরাধ থেকে সকলকে বিরত থাকতে হবে।
বাংলাদেশ বন্যপ্রানি অপরাধ দমন ইউনিটের পরিচালক (ডিএফও) জহির উদ্দীন আকন বলেন, আজকের ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ায় বিশেষ ভূমিকা রাখবে। তাদের মাঝে সচেতনতা তৈরি করতে পারলেই সহজে বন্যপ্রানির প্রতি তাদের বুঝতে পারবে। তাই কয়েক শ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যপ্রাণি রক্ষা সচেতনতা মূলক পথসভা করেছি। আমরা আরো সচেতনতামূলক ক্যাম্পেইন,সেমিনার ও পথসভা করব।