বন্ধ হচ্ছে গুগলের অ্যালো

সংগৃহীত ছবি

তথ্যপ্রযুক্তি

বন্ধ হচ্ছে গুগলের অ্যালো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৭ ডিসেম্বর, ২০১৮

২০১৬ সালের সেপ্টেম্বরে চালু হওয়া মেসেজিং অ্যাপ অ্যালো বন্ধের ঘোষণা দিয়েছে গুগল। আগামী বছরের মার্চে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে অ্যাপটির কার্যক্রম। এক ব্লগ পোস্টে এ ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

ব্লগ পোস্টে বলা হয়েছে, ২০১৯ সালের মার্চ পর্যন্ত অ্যালো কাজ করবে। এ সময়ের মধ্যে অ্যাপটিতে থাকা সব কনভারসেশনের ব্যাকআপ নেওয়া যাবে।

গুগল আরো জানিয়েছে, মেসেজিং ফিচারের উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। সব অ্যান্ড্রয়েড ডিভাইসে দারুণ মেসেজিং ফিচারের অভিজ্ঞতা দেওয়াই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

গুগলের মেসেজিং অ্যাপ বন্ধ করে দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও একাধিক অ্যাপ বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত কোনো মেসেজিং অ্যাপেই খুব একটা সুবিধা করতে পারেনি গুগল।

সম্প্রতি জানা গেছে, হ্যাংআউট নামে গুগলের অপর একটি মেসেজিং অ্যাপও ২০২০ সাল নাগাদ বন্ধ করে দেওয়া হতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads