বন্ধুত্বের গল্প নিয়ে নাটক

সংগৃহীত ছবি

শোবিজ

বন্ধুত্বের গল্প নিয়ে নাটক

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ নভেম্বর, ২০২০

মানব সভ্যতায় বন্ধুত্ব, প্রেম, ভালোলাগা কিংবা ভালোবাসা সবকিছুই আত্মিক বিষয়। তিনজন ভালো বন্ধুর মাঝে ভালোলাগা বা ভালোবাসার অনুপ্রবেশ ঘটায় শেষটা হতেও পারে মর্মান্তিক, বিলীন হয়ে যায় মানব সভ্যতার অনন্য নিদর্শন। বন্ধুত্বের দাবি নিয়ে হাজিরা দিতে ইচ্ছুক জনতার ভিড় ঠেলে জীবন সঁপে দিয়ে বন্ধুত্ব যে রক্ষা করে সে-ই তো প্রকৃত বন্ধু।

এমনই বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘বিএফ=?’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সায়াদ মামুর কাব্য। মাটি এন্টারটেইনমেন্ট বিডি প্রযোজিত এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সালহা খানম নাদিয়া, নিশাত নীতি সরকার, সাবেরী আলম, শফিক খান দিলু প্রমুখ।

এ প্রসঙ্গে সজল বলেন, ‘মিষ্টি একটা বন্ধুত্বের গল্প নিয়ে নাটকটি। বন্ধুদের মধ্যে মান-অভিমান খুনসুঁটি বিভিন্ন বিষয় নাটকে ফুটে উঠবে। অনন্য নাটক থেকে এটি ব্যতিক্রম গল্পের। গল্প পছন্দ হওয়ায় নাটকটিতে কাজ করেছি। আশা করছি দর্শক পছন্দ করবেন।’

নির্মাতা জানান, খুব শিগগির নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads