বন্দোবস্ত দেওয়া জমিতে লাল পতাকা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বন্দোবস্ত দেওয়া জমিতে লাল পতাকা

  • শহিদ জয়, যশোর
  • প্রকাশিত ২ ডিসেম্বর, ২০২০

জেলার অভয়নগর উপজেলায় শংকরপাশা গ্রামে সরকারি বন্দোবস্ত দেওয়া জমিতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় ভূমি অফিস। এতে করে বিপাকে পড়েছেন গ্রামের ভূমিহীন দুটি পরিবার।

জানা গেছে, ১৯৯১ সালে অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শ্রীধরপুর মৌজায় ভূমিহীন আমির আলী ও মোসলেম ফকিরের নামে ২০ শতক করে ৪০ শতক জমি বন্দোবস্ত দেন তৎকালীন জেলা প্রশাসক। এরপর জেলা প্রশাসকের কাছ ৯৯ বছরের জন্য ওই জমি বন্দোবস্ত পান তারা। বন্দোবস্ত দেওয়া এই জমিতে দীর্ঘদিন ধরে আমির আলী ও মোসলেম ফকির চাষাবাদ করে আসছিলেন। ২০১২ সালে ওই জমিতে তারা একটি আমের বাগান করেন। কিন্তু সম্প্রতি ওই জমিতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছেন স্থানীয় ভূমি অফিসের লোকজন। তারা জমির সীমানা নির্ধারণও করে দিয়েছেন।  

সরেজমিনে দেখা গেছে, আমির আলী ও মোসলেম ফকিরে জমিতে রয়েছে একটি আমের বাগান। আর ওই জমিতে লাল নিশানা টাঙানো রয়েছে। এ জমির আশেপাশে সরকারি বন্দোবস্ত দেওয়া আরো জমি রয়েছে। অন্য কোন জমিতে লাল নিশানা টাঙানো হয়নি। আমির আলী ও মোসলেম ফকিরের জমিতেই লাল নিশানা টাঙানো হয়েছে।   স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বাপ্পি বলেন, ওই জমি নিয়ে এক সময় বিরোধ ছিল। আমি সেই বিরোধ মিটিয়ে ওই জমি আমির আলী ও মোসলেম ফকিরের দখল বুঝিয়ে দিই। ওইখানে আমির আলী ও মোসলেম ফকিরের নামে সরকারিভাবে বন্দোবস্ত দেওয়া জমি আছে। তবে এসিল্যান্ড অফিস থেকে কিভাবে লাল পতাকা টাঙিয়ে দিল? অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম বলেন, কোনো ভূমিহীনকে উচ্ছেদ করা হবে না। যারা দাবি করছেন- তাদের উচ্ছেদ করা হচ্ছে, বিষয়টি সঠিক না। তাদের জমি বাদ রেখে সরকারি খাস জমিতে লাল পতাকার নিশানা টাঙানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads