রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন।
কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। এদিকে, ভেতরে আটকা পড়েছেন অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ১টার দিকে বনানী এফ আর টাওয়ারে ধোয়া বের হতে দেখতে পান তারা। পরে এটি আরো ব্যাপক আকার ধারণ করে। তবে কিভাবে আগুনের সূত্রপাত যা এখন জানা যায়নি।