বনরুই থেকে করোনা ভাইরাসের সংক্রমণ

ফাইল ছবি

বিদেশ

বনরুই থেকে করোনা ভাইরাসের সংক্রমণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৮ ফেব্রুয়ারি, ২০২০

বিপন্নপ্রায় প্রাণী বনরুই থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়ানোর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তারা এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাসে চীনসহ বিশ্বের ২৪টিরও বেশি দেশে অন্তত ৩৬ হাজার লোক আক্রান্ত হয়েছেন। ভাইরাস সংক্রমণে চীনে মৃত্যু হয়েছে ৬৩৬ জনের। সাউথ চীনা এগ্রিকালচারাল ইউনিভার্সিটির গবেষকরা বিবৃতিতে বলেছেন, ‘ভাইরাসবাহী মধ্যবর্তী প্রাণী’ হিসেবে বনরুইকে তারা চিহ্নিত করেছেন। অবশ্য এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি তারা। চীনের উহান শহর থেকেই করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল গত বছর। এই শহরটিতে অবাধে বিপন্ন বা বিক্রি নিষিদ্ধ বন্যপ্রাণীর কেনাবেচা চলে। প্রথম দিকে বলা হয়েছিল, বাদুর থেকে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব। তবে মানুষের মধ্যে সংক্রমণের পেছনে অন্তর্বর্তী বা মধ্যবর্তী হিসেবে আরেকটি প্রাণী রয়েছে বলে পরবর্তীতে জানানো হয়।

আফ্রিকা ও এশিয়া মহাদেশের কয়েকটি দেশে বনরুই পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে বেশি পাচার হওয়া প্রাণী হচ্ছে বনরুই। চীনে কিছু রোগের কবিরাজি চিকিৎসা হিসেবে এর মাংস খাওয়া হয়।

অবশ্য এই প্রাণীর মাংসে কোনো চিকিৎসাগুণ নেই বলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads