বদির গাড়িতে গুলি বর্ষণের ঘটনায় বিএনপি নেতা আবদুল্লাহসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

এমপি বদির ক্ষতিগ্রস্ত গাড়ি

সংগৃহীত ছবি

অপরাধ

বদির গাড়িতে গুলি বর্ষণের ঘটনায় বিএনপি নেতা আবদুল্লাহসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ১ ডিসেম্বর, ২০১৮

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর বহমান বদির গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ক্ষতিগ্রস্ত গাড়ি চালক খোরশেদ আলম বাদি হয়ে শনিবার সকালে টেকনাফ মডেল থানায় মামলাটি করেন বলে জানা গেছে।

বাকী আসামীরা হলেন- সালাউদ্দিন হেলাল ও রুহুল আমিন। তারা দুইজনই বিএনপি নেতা মোহাম্মদ আবদুল্লাহর শ্যালক।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, শনিবার সকালে সাংসদের গাড়ীচালক বাদী হয়ে এমপি আবদুর রহমান বদিসহ অপরাপর যাত্রীদের হত্যার চেষ্টায় একটি মামলা করা হয়েছে। মামলার আসামীদের ধরতে পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে।

শুক্রবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উখিয়া থেকে টেকনাফ ফেরার পথে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির গাড়িতে গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও এমপি বদিকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ঝাঁঝরা হয়ে যায়।

ওই ঘটনার পরে এমপি বদি দাবি করেন, টেকনাফে ফেরার পথে হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় পৌঁছলে গাড়ির পেছন থেকে গুলি চালানো হয়। ওই সময় রাতের অন্ধকার হলেও একজন মোটা, আরেকজন একটু চিকন আকৃতির লোক পালিয়ে যেতে দেখেছেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads