শোবিজ

বছরের প্রথম ছাড়পত্র পেল ‘হূদয় জুড়ে’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৯ জানুয়ারি, ২০২০

রফিক শিকদার পরিচালিত ‘হূদয় জুড়ে’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন চিত্রনায়ক নিরব ও কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা। ২০১৭ সালের মার্চে ‘হূদয় জুড়ে’ ছবির শুটিং হয়েছিল।

সে সময় টানা শুটিংয়ে ছবির বেশিরভাগ কাজ শেষ হয়েছিল। পরবর্তী সময়ে নায়িকা প্রিয়াঙ্কা ও ছবির পরিচালক রফিক শিকদারের মধ্যে মনোমালিন্যের জেরে আটকে ছিল ছবির শুটিং নানা চড়াই-উতরাই পার করে ছবির শুটিং শেষ করেন নির্মাতা। অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছেন এই ছবি। বিষয়টি নিশ্চিত করেন ছবির নির্মাতা রফিক শিকদার।

রফিক শিকদার বলেন, গত ২ জানুয়ারি ‘হূদয় জুড়ে’ ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়। এরপর ৫ জানুয়ারি সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখেন এবং বিনা কর্তনে ছাড়পত্র পায় ছবিটি। ছবিটি দেখার পর সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির প্রশংসাও করেছেন। শিগগিরই ভালো দিনক্ষণ দেখে ছবিটি মুক্তি দেওয়া হবে।

এর আগে লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে রোমান্টিক ঘরানার এ ছবিটির টিজার প্রকাশ পায়। টিজারে প্রিয়াঙ্কা ও নিরবের রসায়ন দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। ১ মিনিট ৩৪ সেকেন্ডের টিজারটি প্রকাশের পর থেকেই ছবিটি দেখার আগ্রহ তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মাঝে।

ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ডের ব্যানারে নির্মিত ‘হূদয় জুড়ে’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা রফিক শিকদার নিজেই। ছবিটিতে নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন- সাইফ চন্দন, পাপিয়া, ডন, যুবরাজ প্রমুখ।

বর্তমানে নতুন সিনেমা ‘বসন্ত বিকেল’ ছবির দৃশ্যধারণের কাজে ব্যস্ত রয়েছেন রফিক শিকদার। পাবনায় ছবিটির শুটিং চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads