বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে বজ্রপাত, আহত ৫ জেলে

ছবি: বাংলাদেশের খবর

প্রাকৃতিক দুর্যোগ

বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে বজ্রপাত, আহত ৫ জেলে

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, ২০১৯

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাগেরহাটের শরণখোলা উপজেলার ‘এফবি আরিফুল ইসলাম’ নামের একটি মাছ ধরা ট্রলারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। শনিবার রাতে পূর্ব সুন্দরবনের দুবলারচর থেকে প্রায় ৪৫ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে এই বজ্রপাতে পাঁচ জেলে আহত হয়েছেন।

প্রায় ১৫ ঘণ্টা পর আজ রোববার দুপুরে আহত জেলেদের বহনকারী ট্রলারটি শরণখোলায় এসে পৌঁছায়।

আহত জেলেরা হলেন- ট্রলার মালিক মো. আলামিন ঘরামী (৩৭), মো রতন (৪২), বাদল খান (৩৪), রিয়াজ (৩৮) ও মো. মিঠু (২৮)। আহতদের শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ী বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে।

ট্রলারটির চালক মো. আসাদ খান জানান, গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে শরণখোলার রায়েন্দা থেকে তারা ১৭ জন জেলে বঙ্গোপসাগরে ইলিশ আহরণ করতে যান। শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে তারা সাগর থেকে জাল তুলছিলেন। এমন সময় তাদের ট্রলারে বজ্রপাতে ঘটনা ঘটে। এতে পাঁচ জেলের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বজ্রপতে ট্রলারটির ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল পুড়ে যায়। এসময় তিনি আহত জেলেদের নিয়ে ট্রলার জালিয়ে শরণখোলার রায়েন্দা মৎস্য বন্দরের উদ্দেশে রওনা হয়। উত্তাল সাগর থেকে প্রায় ১৫ ঘণ্টা ট্রলার চালিয়ে আহত জেলেদের নিয়ে রোববার দুপুরে ট্রলারটি শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা মৎস্য বন্দরে এসে পৌঁছে আহত জেলেদের হাসপাতালে ভর্তি করেন। 

বাগেরহাট জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, দুর্গম সাগরে মাছ ধরতে গিয়ে আনেক সময় জেলেরা অসুস্থ হয় এবং দুর্যোগের কবলে পড়ে আহত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads