বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গলীগের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আজ বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদন করে জাতীয় বঙ্গলীগের নেতারা

ছবি: সংগৃহীত

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গলীগের শ্রদ্ধা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১ নভেম্বর, ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয় বঙ্গলীগ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শওকত হাসান মিঞা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির পথের দিশারী। বঙ্গবন্ধু সারা জীবন বাঙালি জাতির অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির জন্য কাজ করেছেন। শোষণমুক্ত সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তাই একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করতে চাই আমরা। সে লক্ষ্যে কাজ করছি। আমরা চাই উন্নয়নের মহাযাত্রা অব্যাহত থাকুক। বাংলাদেশ এগিয়ে যাক বঙ্গবন্ধুর স্বপ্নের পথে বলেও জানান শওকত হাসান মিঞা।

এ সময় আরো উপস্থিত ছিলেন বঙ্গলীগের সিনিয়র সহ-সভাপতি রাহিদ হাসান রবিন, মহাসচিব ডা. এসএমএইচ রানা, সহ-সভাপতি মো, আকরামুজ্জামান, সহ-সভাপতি মো, ইমরান খান, সহ-সভাপতি জাহিদ হাসান জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, যুগ্ম সাধারণ মাসুম হান্নান প্রমুখ।

পরে বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন বঙ্গলীগের নেতারা ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads