বঙ্গবন্ধুকে নিয়ে সঞ্জয়ের ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ’

সংগৃহীত ছবি

শোবিজ

বঙ্গবন্ধুকে নিয়ে সঞ্জয়ের ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২০ মার্চ, ২০২০

গ্রামবাংলার সাধারণ মানুষের পছন্দের সংগীতশিল্পী গরীব সঞ্জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি গান প্রকাশ করেছেন। গানটির শিরোনাম ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ’। গানটি লিখেছেন লালন লোহানী, সুর করেছেন নাজির মাহমুদ ও সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। এরই মধ্যে গেল ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গেল ১৪ মার্চ গরীব সঞ্জয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘গরীব সঞ্জয়’-এ গানটি প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে গরীব সঞ্জয় বলেন, ‘বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গাইতে পেরে আমি গর্বিত। তাঁর ডাকে বাঙালি জাতি একাত্তরে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। বঙ্গবন্ধুর মতো এত বড় মহান নেতার প্রতি এই গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে পেরে একজন শিল্পী হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করি এই গানটি বাংলা ভাষার প্রতিটি মানুষ শুনবে। বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী। বঙ্গবন্ধুর ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না। আমি বঙ্গবন্ধুর কথা উপস্থাপন করেছি যেন নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানতে কিংবা পড়তে আরো বেশি আগ্রহী হয়।’ গরীব সঞ্জয়ের জন্ম কুমিল্লায়। কিন্তু তার বর্তমান আবাসস্থল নরসিংদীর মাধবীতে। তার বাবা স্বর্গীয় ফণিভূষণ সাহা ও মা লক্ষ্মী রানী সাহা। তার একমাত্র ছেলে সৃজয় সাহা। কুমিল্লার হরিপদ চৌধুরীর কাছে গানে তার প্রথম তালিম নেওয়া। এরপর টানা তিন বছর ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছে এবং পরে ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বারী সিদ্দিকীর কাছে গানে তালিম নেন তিনি। গড়ে তোলেন নিজেকে একজন সুদ্ধ সুরের সংগীতশিল্পী হিসেবে। তার প্রকাশিত প্রথম গানের অ্যালবাম ‘পড়ে থাকবে পরের বাড়ি পরের বৃন্দাবন’। এতে মোট গান ছিল নয়টি। প্রকাশিত হয়েছিলো সঙ্গীতা থেকে। বর্তমানে এফ এ সুমনের সুর সঙ্গীতে নতুন বেশ কটি গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন গরীব সঞ্জয়। কুমিল্লাতে জীবনে প্রথম স্টেজ শোতে পারফর্ম করেন তিনি। তবে তার জীবনের সেরা শো এসকেএফ আয়োজিত গাজীপুরের একটি শো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads