বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
বগুড়ার এই উপ নির্বাচনে ১৪১ ভোট কেন্দ্রে ৯৬৫ বুথে ভোট গ্রহন করা হয়। বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন।
রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।
বগুড়ায় পুলিশের গোয়েন্দা সংস্থা’র (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





